মিক্সটার্ড

উপাদান:
মিক্সটার্ড R ইঞ্জেকশন ১০০ আই ইউ/মিলি : প্রতি মিলি সলিউশনে রয়েছে ইনসুলিন হিউম্যান (আরডিএনএ) ইউএসপি ১০০ আই ইউ (৩.৪৭ মি.গ্রা. এর সমতুল্য) সলিউবল ইনসুলিন হিউম্যান (রেগুলার) হিসেবে।
মিক্সটার্ড N ইঞ্জেকশন ১০০ আই ইউ/মিলি : প্রতি মিলি সাসপেনশনে রয়েছে ইনসুলিন হিউম্যান (আরডিএনএ) ইউএসপি ১০০ আই ইউ (৩.৪৭ মি.গ্রা. এর সমতুল্য) আইসোফেন ইনসুলিন হিউম্যান (রেগুলার) আইসোফেন ইনসুলিন হিউম্যান হিসেবে।

নির্দেশনা:
টাইপ ১ এবং টাইপ ২ ডায়াবেটিস মেলিটাস।

ব্যবহার:
১. খাবার গ্রহণের ১৫ মিনিট থেকে ১ ঘন্টা পূর্বে সাবকিউটেনিয়াস পথে ব্যবহার করা উচিত। প্রত্যেক রোগীর ক্ষেত্রেই ডাক্তারের পরামর্শে মিক্সটার্ড গ্রহণের সঠিক সময় নির্ধারণ করা উচিত।
২. ব্যবহারের পূর্বে করণীয় সমভাবে মিশ্রণের জন্য মিক্সটার্ড এর জন্য ভায়ালটি পরিস্কার হাতে আলতোভাবে ঝাঁকিয়ে নিন এবং এটি স্বাভাবিক অবস্থায় আছে কিনা লক্ষ্য করুন। নতুন বোতলের ক্ষেত্রে প্লাস্টিক ক্যাপ সরিয়ে রাবার স্টপার জীবাণুমুক্ত করে নিন। প্রয়োজনীয় মিক্সটার্ড এর সমপরিমাণ বাতাস সিরিঞ্জে টেনে নিন এবং ভায়ালে টেনে নেয়া বাতাস গ্রহণ করুন। সিরিঞ্জসহ ভায়ালটি উপর করে ধরুন এবং সিরিঞ্জে সঠিকমাত্রার মিক্সটার্ড টেনে নিন। সিরিঞ্জে বাতাস আছে কিনা তা লক্ষ্য করুন এবং থাকলে তা বের করে নিন।
৩. ইঞ্জেকশন প্রয়োগের স্থান ইঞ্জেকশান প্রয়োগের জন্য বাহুর উপরিভাগ, উরু, নিতম্ব বা উদর বেছে নেয়া উচিত। কোষ যাতে ক্ষতিগ্রস্থ না হয় সেজন্য পূর্ববর্তী স্থান হতে ১ সে.মি দূরে ইঞ্জেকশর প্রয়োগ করা উচিত।

প্রয়োগমাত্রা:
প্রত্যেক রোগীর ক্ষেত্রেই মিক্সটার্ড এর ধরণ, মাত্রা এবং প্রয়োগের সময় ভিন্ন হতে পারে। এছাড়াও খাদ্য তালিকা, কাজের ধরণ এবং ব্যয়ামের তীব্রতার উপর মিক্সটার্ড এর মাত্রা ভিন্ন হতে পারে। এ কারণে ডাক্তারের নির্দেশে মিক্সটার্ড ব্যবহার করা উচিত। টাইপ-১ ডায়াবেটিস রোগীদের দীর্ঘমেয়াদী চিকিৎসার ক্ষেত্রে মিক্সটার্ড এর গড়মাত্রা ০.৫ থেকে ১ আই ইউ/কেজি। বয়ঃসন্ধি পূর্ববর্তী শিশুদের ক্ষেত্রে এই মাত্রা ০.৭ হতে ১ আই ইউ/কেজি হতে পারে। বয়ঃসন্ধিকালে বা অতিরিক্ত ওজন জনিত ইনসুলিন রেজিস্ট্যান্স এর ক্ষেত্রে দৈনিক মিক্সটার্ড এর চাহিদা অনেক বৃদ্ধি পায়। টাইপ-২ ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে প্রারম্ভিক মাত্রা হিসেবে দৈনিক ০.৩ থেকে ০.৬ আই ইউ/কেজি দেয়া উচিত।

পার্শ্ব-প্রতিক্রিয়া:
মিক্সটার্ড দ্বারা চিকিৎসার ক্ষেত্রে যেকোন সময় হাইপোগ্লাইসেমিয়া দেখা দিতে পারে এবং এটি একটি সাধারণ পার্শ্ব-প্রতিক্রিয়া। কিছু ক্ষেত্রে এলার্জি দেখা দিতে পারে। যেমন- চুলকানি, লাল ও ফুলে যাওয়া। এগুলো সাধারণত কিছুদিনের মধ্যেই ভালো হয়ে যায়। মিক্সটার্ড ছাড়া অন্যান্য কারণ, যেমন- দুর্বল ইঞ্জেকশন প্রয়োগ পদ্ধতি এবং জীবাণুনাশক দ্রবণ এর ফলে এলার্জি দেখা দিতে পারে।

প্রতিনির্দেশনা
হাইপোগ্লাইসেমিয়া অথবা ইনসুলিন বা এর কোন উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা। সতর্কতা : টাইপ-১ ডায়াবেটিসের ক্ষেত্রে মিক্সটার্ড এর ব্যবহার বন্ধ বা অপর্যাপপ্ত মাত্রার কারণে হাইপারগ্লাইসেমিয়া হতে পারে। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত মাত্রায় মিক্সটার্ড গ্রহণের ফলে হাইপোগ্লাইসেমিয়া দেখা দিতে পারে। খাবার পরিহার বা অপরিকল্পিত ব্যয়ামের ফলে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে:
মিক্সটার্ড প্লাসেন্টাল ব্যারিয়ার অতিক্রম করে না বলে গর্ভাবস্থায় ডায়াবেটিস চিকিৎসায় এর ব্যবহার কোন বাধা নেই। স্তন্যদানকালীন মায়েদের চিকিৎসায় ইনসুলিন শিশুদের কোন ক্ষতি করে না।

অন্য ওষুধের সাথে বিক্রিয়া:
জন্ম নিয়ন্ত্রনকারী ওষুধ, এড্রিনাল কর্টিক্যাল হরমোন, থাইরয়েড হরমোন ইত্যাদি ওষুধগুলো রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয়। এক্ষেত্রে মিক্সটার্ড এর মাত্রা বাড়াতে হবে। অন্যদিকে, গ্লুকোজ নিয়ন্ত্রণকারী ওষুধ স্যালিসাইলেট, সালফানিলাইমাইড এবং এন্টিডিপ্রেস্যান্ট ওষুধগুলো রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়। এক্ষেত্রে মিক্সটার্ড এর মাত্রা কমানো উচিত।
সরবরাহ:
মিক্সটার্ড R ইঞ্জেকশন ৪০ আই ইউ/মি.লি : প্রতিটি কার্টিজে রয়েছে ১০ মিলি সলিউশন।
মিক্সটার্ড R ইঞ্জেকশন ১০০ আই ইউ/মি.লি : প্রতিটি কার্টিজে রয়েছে ১০ মিলি সলিউশন।
মিক্সটার্ড N ইঞ্জেকশন ৪০ আই ইউ/মি.লি : প্রতিটি কার্টিজে রয়েছে ১০ মিলি সাসপেনশন।
মিক্সটার্ড N ইঞ্জেকশন ১০০ আই ইউ/মি.লি : প্রতিটি কার্টিজে রয়েছে ১০ মিলি সাসপেনশন।
মিক্সটার্ড ৩০/৭০ ইঞ্জেকশন ৪০ আই ইউ/মি.লি : প্রতিটি কার্টিজে রয়েছে ৩ মিলি সাসপেনশন।
মিক্সটার্ড ৫০/৫০ ইঞ্জেকশন ৪০ আই ইউ/মি.লি : প্রতিটি কার্টিজে রয়েছে ৩ মিলি সাসপেনশন।
Sl Brand Name Company
1 Actrapid-Penfill Novo Nordisk
2 Ansulin-30/70 Square
3 Ansulin-R Square
4 Diasulin 30/70 ACI
5 Humulin 70/30 Eli Lilly
6 Humulin-R Eli Lilly
7 Ins Actrapid HM Novo Nordisk
8 Insul 30/70 Popular Pharma
9 Insul 50/50 Popular Pharma
10 Insul-R Popular Pharma
11 Insulet 30/70 Aristo Pharma
12 Insulet-R Aristo Pharma
13 Insuman-comb Sanofi-Aventis
14 Maxsulin 30/70 Incepta
15 Maxsulin 50/50 Incepta
16 Maxsulin R Incepta
17 Mixtard 30 Novo Nordisk
18 Mixtrad 30hm Penfil Novo Nordisk

Leading Brand in Bangladesh
Parent Brand with FDA Status Related data

Generic : Insulin
Parent Brand : Humalog
Parent Company : Eli Lilly
Country/Headquarter : Indianapolis, Indiana, United States
FDA Status (Generic) : Approved June 1996
Treatment Area : Tvde 1 and tvde 2 diabetes