মুজাহিদুল ইসলাম, ঔষধ ও স্বাস্থ্য পরামর্শকঃ
তাপে ক্লান্তি বা Heat exhaustion এর লক্ষনঃ

  1. মাথা ঘোরানো বা অজ্ঞান হয়ে যাবেন অনুভব হওয়া।
  2. স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত ঘাম।
  3. আঠালো ত্বক।
  4. বমি বমি ভাব।
  5. মাসল বা পেশি ব্যাথা বা টান অনুভব।
  6. প্রচন্ড পানির পিপাসা।
  7. মাথা ব্যাথা।
  8. দ্রুত শ্বাস-প্রশ্বাস।
  9. বাচ্চাদের ক্ষেত্রে ক্লান্তি বা ঘুম ঘুম ভাব।

হিটস্ট্রোকের লক্ষনঃ

  1. অনুভূতি বিভ্রান্ত বা কনফিউজড ফিল হওয়া।
  2. গরম লাগছে কিন্ত কোনো ঘাম হচ্ছে না।
  3. দেহের তাপমাত্রা 104 ডিগ্রি ফারেনহাইটের বেশি হওয়া।
  4. স্কিন ড্রাই হয়ে যাওয়া।
  5. বমি হওয়া বা ভাব হওয়া।
  6. অচেতন হয়ে যাওয়া বা খিঁচুনী

হিটস্ট্রোক থেকে বাঁচতে কি খাবেন?

  1. পানি।
  2. ডাবের পানি।
  3. শশা।
  4. আম।
  5. লেবু।
  6. টমেটো।
  7. আনার বা ডালিম।
  8. পুদিনাপাতার শরবত।
  9. নাসপাতি।
  10. ড্রাইফ্রুটস (কাজুবাদাম, চিনাবাদাম, কাঠবাদাম, কিসমিস, খুরমা)।
  11. মুগ ডাল।

যে খাবারগুলো এখন পরিহার করবেন:

  1. অতিরিক্ত মশলাযুক্ত খাবার।
  2. তেলে ভাজা খাবার (পুরি, সিংগারা, সমুচা, চিকেন ফ্রাই)
  3. পোলাও, বিরিয়ানি, তেহেরি, কাচ্চি।
  4. কষা গরু বা খাসির মাংস।
  5. কোক, সেভেন আপ, পেপসি, সোডা।
  6. ধুমপান, মদপান।