1. স্যালাইন খাওয়ানোর পর ৩ দিনেও ডায়রিয়া নিয়ন্ত্রন না হলে।
  2. অতি মাত্রায় পানির ন্যায় পাতলা পায়খানা হলে।
  3. বারবার বমি হতে থাকলে।
  4. জ্বর দেখা দিলে।
  5. প্রস্রাব কমে গেলে।
  6. রোগী ক্রমশ নির্জীব হতে থাকলে।
  7. পায়খানার সঙ্গে রক্ত গেলে।
  8. ডায়রিয়ার মেয়াদ ১৪ দিনের বেশি হলে।