http://surokkha.gov.bd/enroll এই ওয়েবসাইট এ ক্লিক করে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে হবে।
প্রথম ধাপে শুধুমাত্র ১৮ শ্রেণীর নাগরিককে নিবন্ধনের আওতায় আনা হচ্ছে। যাদের মধ্যে রয়েছেন ৩০+ বছরের নাগরিক, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী, অনুমোদিত বেসরকারী ও প্রাইভেট পরিবার পরিকল্পনা কর্মকর্তা-কর্মচারী, প্রত্যক্ষভাবে সম্পৃক্ত সকল সরকারী ও বেসরকারী স্বাস্থ্য কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা, সম্মুখ সারির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামরিক বাহিনী, রাষ্ট্র পরিচালণার নিমিত্ত অপরিহার্য কার্যালয়, সম্মুখ সারীর গণমাধ্যমকর্মী, নির্বাচিত জনপ্রতিনিধি, সিটি কর্পোরেশন ও পৌরসভার সম্মুখ সারীর কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, ধর্মীয় প্রতিনিধিগণ (সকল ধর্মের), মৃতদেহ সৎকার কাজে নিয়োজিত ব্যক্তি, জরুরী বিদ্যুৎ, গ্যাস, পানি, পয়ঃনিষ্কাশন সহ জরুরী কাজে নিয়োজিত সরকারী সকল কর্মকর্তা-কর্মচারী বৃন্দ, রেল স্টেশন, নৌ-বন্দর ও বিমানবন্দরে কর্মরত সকল সরকারী কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, ব্যাংক কর্মকর্তা-কর্মচারী, প্রবাসী অদক্ষ শ্রমিক, জাতীয় দলের খেলোয়াড় সহ ১৮ শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এবার ২য় ধাপে শুধুমাত্র সম্মুখ সারির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, চিকিৎসা শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহের শিক্ষার্থীদের নিবন্ধন হচ্ছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য

করোনা সংক্রমনের ঝুঁকি এড়াতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে কোভিড-১৯ টিকা গ্রহণ সংক্রান্ত তথ্য দিতে জরুরী নির্দেশনা দেয়া হয়েছে। ০৯ জুলাই শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, বিষয়টি জাতীয় জনগুরুত্বপূর্ণ ও জনস্বাস্থ্য সম্পর্কিত জরুরী বিবেচনায় অধিভুক্ত কলেজের সম্মানিত অধ্যক্ষকে নিজ নিজ কলেজের শিক্ষার্থীদেরকে তথ্য ছক পূরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
তথ্য সংগ্রহের জন্য এই লিংক ব্যবহার করতে বলা হয়েছে।
নিবন্ধন করতে এখানে ক্লিক করুন।
এই ফরম পূরণ করে আগামী ১২ জুলাইয়ের মধ্যে সাবমিট করতে বলা হয়েছে।
আবেদন সাবমিটে কোনো সমস্যা হলে সরাসরি কমেন্ট বক্সে অথবা সুরক্ষা এপসের লাইভ চ্যাটে যোাগযোগ করুন।

বিদেশগামীদের জন্যঃ
সরকার কর্তৃক বিদেশগামী বাংলাদেশী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে। গৃহিত সিদ্ধান্ত বাস্তবায়নকল্পে বয়স প্রমার্জন ও অগ্রাধিকার পাওয়ার লক্ষ্যে যেসকল কর্মীর বিএমইটি’র ডাটাবেজ নিবন্ধন ও স্মার্ট কার্ড নেই অথবা ০১ জানুয়ারী ২০২১ এর পূর্বের বিএমইটির স্মার্ট কার্ড আছে সেসকল কর্মীর টিকার জন্য সুরক্ষা এপে নিবন্ধনের সুবিধার্থে বৈধ পাসপোর্ট দিয়ে ০২ জুলাই ২০২১ তারিখ হতে বিএমইটি’র ডাটাবেজে নিবন্ধন করতে হবে। উল্লেখ্য যে, জানুয়ারী ২০২১ হতে নিবন্ধিত কর্মীদের নতুনভাবে নিবন্ধনের প্রয়োজন হবেনা।
দেশের ৪২ টি কর্মসংস্থান ও জনশক্তি অফিস, ৯টি টিটিসি (ব্রাহ্মনবাড়িয়া, লক্ষীপুর, মাদারীপুর, মেহেরপুর, শরিয়তপুর, সুনামগঞ্জ, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট) এবং বিআইএমটি, নারায়নগঞ্জ-এ (তালিকা: www.bmet.gov.bd তে পাওয়া যাবে।) স্বাস্থ্যবিধি মেনে স্বশরীরে হাজির হয়ে নির্ধারিত ও নিজ জেলায় সকাল ৯.০০ টা থেকে বিকেল ৪.০০ টা পর্যন্ত অথবা অনলাইনে “আমি প্রবাসী) এ্যাপ এ নিবন্ধন করা যাবে।
বিএমইটির ডাটাবেজে নিবন্ধিত কর্মীগণ কোভিড-১৯ ভ্যাকসিন প্রাপ্তির লক্ষ্যে সুরক্ষা এ্যাপ অথবা www.surokkha.gov.bd এর মাধ্যমে জরুরীভাবে টীকা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন সফল হলে মোবাইলে মেসেজ এর মাধ্যমে টীকা সেন্টার ও সময় জানানো হবে।

নিবন্ধন করতে প্রথমেই…..
1. নিবন্ধন বাটনে ক্লিক করে নাগরিক শ্রেণী সিলেক্ট পূর্বক জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে।
2. তারপর যাচাই বাটনে ক্লিক করে স্বয়ংক্রিয়ভাবে পরিচয় নিশ্চিত করতে হবে।
3. পরিচয় যথাযথ হলে বাংলা ও ইংরেজিতে নাম স্ক্রিনে দেখা যাবে।
4. দীর্ঘমেয়াদী রোগ বা অন্য কোনো উপসর্গ আছে কিনা সেক্ষেত্রে হ্যা/না সিলেক্ট করতে হবে।
5. নিবন্ধনকারী নাগরিকের পেশা বা সরাসরি কোভিড-১৯ সংশ্লিষ্ট পেশার সাথে জড়িত কিনা তা সিলেক্ট করতে হবে।
6. যে মোবাইলে ভ্যারিফিকেশনের তথ্য ও এসএমএস পেতে চান, তা নিবন্ধনের সময় দিতে হবে।
7. এরপর বর্তমান ঠিকানা ও টিকাকেন্দ্র নির্বাচন করতে হবে।
8. সবশেষে মোবাইলে প্রাপ্ত ওটিপি দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
9. নিবন্ধন সম্পন্ন হয়ে গেলে টিকা কার্ড সংগ্রহ বাটনে ক্লিক করে টিকা কারর্ড সংগ্রহ করতে হবে।
10. নিবন্ধিত মোবাইল নাম্বারে এমএমএসের মাধ্যমে টিকা গ্রহনের তারিখ ও সময় জানানো হবে। (এসএমএসের মাধ্যমেই জানানো হবে তবে 11. সেক্ষেত্রে যদি ক্যারেক্টার বেশি হয় তবে এমএমএসের মাধ্যমে জানানো হবে।)
12. টিকাকেন্দ্রে যাওয়ার সময় প্রিন্টেড টিকা কার্ড ও পরিচয়পত্র সাথে নিতে হবে।

অগ্রাধিকারের তালিকাভুক্ত হয়েও নিবন্ধনে সমস্যা হলে কল করুন ১৬২৬৩ ও ৩৩৩ নম্বরে।

 


ঔষধ ও স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে নিয়মিত ভিজিট করুন www.ousudbarta.com


 

আরো পড়ুন…..

ভ্যাকসিন কার্ড ডাউনলোডের নিয়ম

ভ্যাকসিন গ্রহণের কেন্দ্র ও তারিখ

ভ্যাকসিন সনদ পাওয়ার নিয়ম

যাদের টিকা দেওয়া যাবে না

করোনা ভ্যাকসিনের প্বার্শ প্রতিক্রিয়া