• অ্যাস্ট্রাজেনেকার ৭৬%
• ফাইজার-৯৫%
• স্পুটনিক-৯২%
• সিনোফার্মের ভ্যাকসিন ৭৯%
• মডার্নার টিকা ৯৪%
• ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ৬৫%
• সিনোভ্যাকের ভ্যাকসিন ৮৪%
• জনসন অ্যান্ড জনসনের টিকার ৬৭%
•নোভাভ্যাক্স ৯০%
• সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড ৭০%
এছাড়াও বহু টিকা ট্রায়ালে রয়েছে…
পাশে উল্লেখিত শতাংশ কার্যকারিতার প্রমাণ মিলেছে বলে দাবি কিন্তু স্ব স্ব টিকা কতৃপক্ষের। তবে বহু চিকিৎসকের আপত্তিও রয়েছে।
লন্ডনভিত্তিক দি ইকোনোমিস্টে প্রকাশিত এক প্রতিবেদনের তথ্য বলছে, বিশ্বব্যাপী এখন পর্যন্ত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাই গ্রহণযোগ্যতা পেয়েছে সবচেয়ে বেশি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ পর্যন্ত কভিডের যেসব টিকায় স্বীকৃতি দিয়েছে, সেগুলো হলো— অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, মডার্না, জনসন অ্যান্ড জনসন এবং চীনা দুটি প্রতিষ্ঠানের উদ্ভাবিত টিকা।
এর মধ্যে সবগুলোই সব দেশের সরকারের কাছে সমানভাবে গ্রহণযোগ্য নয় বলে ভ্রমণবিষয়ক ওয়েবসাইট ভিসাগাইড.ওয়ার্ল্ড-এর তথ্যে উঠে এসেছে।
– আশ্রাফ উদ্দিন আসিফ,
ঔষধ ও প্রযুক্তিবিদ।