ইমারজেন্সি পিল (morning after pill) একটি হরমনাল জন্মনিয়ন্ত্রক পদ্ধতি। এই পিল দুইধরনের হয়ে থাকে , তবে প্রত্যেকটি অনিরাপদ সহবাসের পর বাচ্চা নিতে না চাইলে যত দ্রুত সম্ভব গ্রহন করা উচিত। দুইধরনের পিলের মধ্যে প্রথমটি অনিরাপদ সহবাসের ৭২ ঘণ্টার মধ্যে খেতে হয়। তবে অধিক কার্যকারিতার জন্য ১২ ঘণ্টার মধ্যে খাওয়া উচিত। আরেক টি পিল খাওয়া হয় অনিরাপদ সহবাসের ৫ দিনের মধ্যে।এই ইমারজেন্সি পিল সহবাসের সময় কনডম ছিঁড়ে গেলেও ব্যবহার করা যায়।এই পিল সাধারনত সফল ভাবে গর্ভ নিরোধ করে , তবে মাসিকে অন্য ওষুধের মত এই পিলের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন অনিয়মিত মাসিক। সেইসাথে কারো ক্ষেত্রে বমিভাব এবং মাথা ব্যথা দেখা যায়। তবে দুঃখিত আমরা কোন ব্রান্ড এর নাম উল্লেখ করতে পারছি না। এর জন্য ডাক্তার এর পরামর্শ নিতে হবে।