হৃদপিণ্ড রক্ত পাম্প করার সময় এর রক্তনালীর গায়ে যে চাপ প্রয়োগ করে সেটাই রক্তচাপ। দু’ধরনের চাপ মাপা হয়। সিস্টোলিক চাপ এবং ডায়াস্টোলিক চাপ ।
একজন প্রাপ্তবয়স্ক সুস্থ স্বাভাবিক মানুষের রক্তচাপ থাকে 120/80 মি. মি. মার্কারি। আর উচ্চ রক্তচাপের ক্ষেত্রে রক্তচাপ 140/90 মি. মি.  মার্কারি বা এরথেকে বেশি হতে পারে। অন্য দিকে রক্তচাপ যদি 90/60 মি. মি.  মার্কারি কিংবা এরথেকেও কম হলে তা নিম্ন রক্তচাপ হিসেবে ধরা হয়।
আজ আমরা উচ্চ রক্তচাপ কি,কেনো হয় এবং এর প্রতিরোধ এবং প্রতিকারের ব্যাপারে আলোচনা করবো।
হার্টের আর্টারিতে রক্তের চাপ অনেক বেশি থাকলে তাকে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ কিংবা হাইপারটেনশন বলে। সাধারণত মধ্যবয়স যেমন চল্লিশ বছরের পর থেকে রক্তচাপের ঝুঁকি বাড়তে থাকে। তাই নিয়মিত রক্তচাপ মাপা দরকার। তবে শুধুমাত্র একবার না মেপে পরপর তিনমাস যদি রক্তচাপ মেপে তারতম্য দেখা যায় তখনই বলা যাবে রোগীর রক্তচাপ রয়েছে।
• প্রচন্ড মাথা ব্যাথা, মাথা গরম হয়ে যাওয়া, ঘাড় ব্যাথা, খিটখিটে মেজাজ, Insomnia এবং Anxiety মূলত হাইপারটেনশনের লক্ষণ।
• অনিয়ন্ত্রিত জীবনযাপন ,ডায়বেটিস,obesity , পরিশ্রমহীনতা হাইপারটেনশন হবার সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। তবে অনেক সময় জেনেটিক্যাল ভাবেও ব্যাক্তি হাইপারটেনশনে আক্রান্ত হতে পারে।
• হাইপারটেনশনের পেশেন্টরা পরবর্তীতে স্ট্রোক, প্যারালাইসিস, হার্ট অ্যাটাক, অন্ধত্ব, কিডনি ফেইলিউরের মতো জটিল রোগগুলোতে আনুপাতিক হারে বেশি আক্রান্ত হয়।
হাইপারটেনশন নিরাময়ে যে ড্রাগ গুলো ব্যবহার করা হয়:
• Diuretics
(শরীরকে অতিরিক্ত সোডিয়াম ও পানি থেকে মুক্তি দিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণ করে) :  Chlorthalidone, Chlorothiazide,metolazone, Bumetanide etc.
•Beta-blockers
(হৃদপিণ্ডে রক্তের অতিরিক্ত চাপকে হ্রাস করে) : Acebutolol, Atenolol, Betaxolol etc.
•ACE inhibitors
(Angiotensin converting enzyme এ্যানজিওটেনসিন উৎপাদনের মাত্রা কমিয়ে রক্তনালীকে শিথিল করে) : Benazepril hydrochloride, Captopril, Lisinopril etc.
•Angiotensin ii receptor blockers
(এ্যানজিওটেনসিনের প্রভাবকে বাঁধা দিতে রাসায়নিক স্লট হিসেবে কাজ করে ফলে এ্যানজিওটেনসিন রক্তনালী সংকুচিত করতে ব্যর্থ হয়) : Candesartan, Telmisarten, valsartan etc.
•Alpha blockers
(আর্টারির রেজিস্ট্যান্স হ্রাস করে ভাস্কুলার দেয়ালের পেশীকে শিথিল করে) : Doxazosin mesylate, Prazosin hydrochloride, Terazosin hydrochloride.
তবে ওষুধ সেবনের থেকে রেগুলার এক্সারসাইজ,হেলদি ডায়েট, পর্যাপ্ত ঘুম, হাসিখুশি থেকে মানসিক চাপ কমানোর চেষ্টা,খাবারে সোডিয়াম অর্থাৎ লবনের পরিমাণ কমিয়ে দেওয়া কিংবা একদমই বাদ দেওয়া, Alcohol, Caffeine জাতীয় পানীয় পরিহার এবং ধূমপান বর্জন করলে উচ্চ রক্তচাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব।