মুজাহিদুল ইসলাম: সারা বিশ্বকে নাজেহাল করে দেয়া করোনা ভাইরাসের প্রকোপ না কাটতেই নতুন করে দেখা গেল আরেক ভাইরাসকে। নাম – হান্টা ভাইরাস। উৎপত্তি চিনের ইউহান প্রদেশে। ইঁদুরবাহিত এ রোগে ইতিমধ্যে উক্ত প্রদেশে ১ জন মারা গেছেন।
জানা যায়,মৃত ব্যক্তি যে বাসে করে চড়েছিলেন সেই বাসের বাকি ৩২ জন সহযাত্রীর সবাইকেই নিয়ে যাওয়া হয় হাসপাতালে।মৃত্যুহারের দিক থেকে এটি করোনা থেকেও ভয়ংকর। করোনায় যেখানে মৃত্যুহার মাত্র ২-৩ শতাংশ,সেখানে হান্টা ভাইরাসে মৃত্যুহার ৩৮-৪০ শতাংশ। এ রোগের উপসর্গও অনেকটা করোনার মতো। জ্বর, সর্দির পাশাপাশি পেটের গন্ডগোল, মাথা ব্যাথা সহ দুর্বলতা থাকতে পারে।
বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে, এই ভাইরাসকে এখনই আটকাতে না পারলে এটিও ভয়াবহ আকার ধারণ করতে পারে।