মুজাহিদুল ইসলাম, ঔষধ ও স্বাস্থ্য পরামর্শকঃ
শ্বেতী হচ্ছে চামড়ার একটি রোগ। যা চামড়ার মেলানিনকে নষ্ট করে দেয়। নারী কিংবা পুরুষ যে কোনো বয়সেই এই শ্বেতী রোগে আক্রান্ত হতে পারে। সাধারণত শরীরের যে কোন খোলা জায়গা যেমন, হাত, পা, মুখমন্ডল এবং ঠোঁট ইত্যাদি অংশে শ্বেতী রোগ বেশি দেখা যায়।
লক্ষনসমূহঃ
১. ত্বকের উপর সাদা দাগ পড়ে।
২. অল্প বয়সে মাথার চুল, চোখের পাপড়ি, ভ্রু, দাড়ি সাদা ও ধুসর হয়ে যায়।
৩. মুখের ভিতরের কলাগুলো বর্ণহীন হয়।
৪. চোখের ভেতরের অংশ বিবর্ণ অথবা রংয়ের পরিবর্তন হয়।
করণীয়ঃ
১. সঠিক খাদ্যাভ্যাস মেনে চলা।
২. অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত ফল এবং শাকসবজি খাওয়া।
৩. কফি ও অ্যালকোহল পরিহার করা।
৪. বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়া।