মুজাহিদুল ইসলামঃ
ফার্মেসী সার্টিফিকেট কোর্স এ ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের নিকট থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা শুরু হয়েছে। প্রথম পর্যায়ে শুধুমাত্র বিভাগীয় কেন্দ্রগুলোতে ভর্তি নেয়া হলেও বর্তমানে জেলা ভিত্তিক ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।

ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজনীয় কাগজপত্রঃ
১. ভর্তিচ্ছুক আবেদনকারীর এসএসসি/সমমানের সনদপত্র।
২. কর্মরত ফার্মেসীর ড্রাগ লাইসেন্সের কপি।
৩. কর্মরত ফার্মেসী মালিক কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন পত্র।
৪. প্রার্থীর জাতীয় পরিচয়পত্র।
৫. এক কপি পাসপোর্ট সাইজের ছবি।

প্রয়োজনীয় ফিঃ
সরকার কর্তৃক নির্ধারিত ফি =3860/- টাকা যা মোবাইল একাউন্ট পেমেন্ট ফি সহ কেটে নিতে পারে। কম্পিউটার দোকান থেকে কাজ করলে এ ফি মোট 4200/- টাকা পর্যন্ত হতে পারে।

আবেদন করতে প্রথমেই pcbadmission এই লিংকে ক্লিক করে প্রবেশ করতে হবে।
তারপর জন্ম তারিখ দিয়ে Proceed অপশনে ক্লিক করতে হবে।
তারপর ট্রেনিং সেন্টার, সেশন, নাম, পিতার নাম, মাতার নাম, মোবাইল নাম্বার, ইমেইল, এসএসসি পাসের সন, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন নাম্বার,লিঙ্গ, কর্মরত ফার্মেীর নাম, কর্মরত ফার্মেসীর ঠিকানা, জাতীয়তা, ধর্ম, ৩০০/৩০০ সাইজের ছবি, বর্তমান ও স্থায়ী ঠিকানা দিতে হবে।
এর পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি, কর্মরত প্রতিষ্ঠানের ড্রাগ লাইসেন্সের স্ক্যান কপি, ফার্মেসী মালিক কর্তৃক অভিজ্ঞতা সনদের স্ক্যান কপি আপলোড করতে হবে।
এরপর টাকা প্রদানপূর্বক সাবমিট বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে হবে।
মনে রাখবেন জমাকৃত টাকা সম্পূর্ণ অফেরতযোগ্য। তাই আবেদন সাবমিট করার পূর্বে অবশ্যই, অবশ্যই এবং অবশ্যই পুনরায় সকল ডাটা চেক করে নিবেন।