নিউরাসথেনিয়া মুলত একটি স্নায়ুতন্ত্রঘটিত মেন্টাল ডিসঅর্ডার। এটি একটি সাইকোপ্যাথোলোজিক্যাল শব্দ। এই মানসিক সমস্যায় স্নায়ুতন্ত্র অতিরিক্ত কাজ করে থাকে। এটি প্রাইমারি নিউরাসথেনিয়া। কার্ডিয়াক নিউরোসিস, ক্রনিক অ্যাসথেনিয়া ইত্যাদি বিভিন্ন নামে পরিচিত। নিউরাসথেনিয়ায় আক্রান্ত রোগী কখনো বেশি উত্তেজিত হয়ে ওঠে আবার কখনো বা বেশি অবসন্ন, চিন্তিত, ক্লান্ত। এসব রোগীর ঘুম খুব হালকা হয়। সামান্য শব্দ, কথা বলা, গানের আওয়াজ এমনকি পায়ের শব্দেও এদের ঘুম ভেঙ্গে যায়। ঠিকমতো ঘুম না হওয়ার কারণে এরা সব সময়ই তন্দ্রাচ্ছন্ন থাকে। এসব রোগী প্রনিনিয়ত মাথাব্যাথা সমস্যায় ভুগে থাকে। এ রোগের জটিলতা অনেক। তাই অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাহায্যে কাউন্সিলিং ও সাইকোথেরাপি করানো একান্ত প্রয়োজন।