উপাদানঃ
জেলপ্রো ২০ মিগ্রা ক্যাপসুলঃ প্রতিটি ডিলেইড রিলিজ ক্যাপসুলে আছে ইসোমিপ্রাজল ২০ মিগ্রা এর সমতুল্য ইসোমিপ্রাজল ম্যাগনেশিয়াম ট্রাইহাইড্রেট ইউএসপি।
জেলপ্রো ৪০ মিগ্রা ক্যাপসুলঃ প্রতিটি ডিলেইড রিলিজ ক্যাপসুলে আছে ইসোমিপ্রাজল ৪০ মিগ্রা এর সমতুল্য ইসোমিপ্রাজল ম্যাগনেশিয়াম ট্রাইহাইড্রেট ইউএসপি।

নির্দেশনাঃ
১. গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এর চিকিৎসায়।
২. ইরোসিভ ইসোফেগাইটিসের প্রশমনে।
৩. ইরোসিভ ইসোফেগাইটিস মেইনটেন্যান্স ডোজ হিসেবে।
৪. গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স এর উপসর্গ প্রশমনে।
৫. ইন-স্টেরয়ডাল প্রদাহরোধী ওষুধ দ্বারা চিকিৎসার ফলে সৃষ্ট গ্যাষ্ট্রিক আলসার।
৬. হেলিকোব্যাকটার পাইলোরি দমন (ট্রিপল থেরাপী)।

বিশেষ জনগোষ্ঠীর ক্ষেত্রে ব্যবহারঃ
বয়স্কদের ক্ষেত্রেঃ মাত্রা পরিবর্তনের প্রয়োজন নেই।
বৃক্কের অসুখেঃ মাত্রা পরিবতনের প্রয়োজন নেই।
যকৃতের অসুখেঃ সাধারণত মৃদু এবং মাঝারি মাত্রার যকৃতের অকার্যকারিতার মাত্রা পরিবর্তনের প্রয়োজন নেই। যকৃতের তীব্র অকার্যকারিতায় ২০ মিগ্রা এর অধিক দেয়া যাবেনা ।
পুরুষ এবং স্ত্রী উভয়ের ক্ষেত্রেই একই মাত্রায় ব্যবহার্য।

প্রতিনির্দেশনাঃ
জেলপ্রো বা এই প্রস্ততির যেকোন উপাদানের প্রতি অতিসংবেদনশীল রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয়।

সতর্কতাঃ
গ্যাস্ট্রিক আলসার এবং ডিসপেপসিয়ার ক্ষেত্রে ব্যবহারের পূর্বে ম্যালিগনেন্সির সম্ভাবনাকে যাচাই করে দেখতে হবে। এন্টিবায়োটিকের সঙ্গে ব্যবহারের পূর্বে এদের ঔষুধ নির্দেশনা দেখে নিতে হবে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহারঃ
প্রেগন্যান্সি ক্যাটাগরি-বি
গর্ভবতী প্রাণীদের উপর গবেষনায় জেলপ্রো এর ভ্রুনের উপর কোন ক্ষতিকর প্রভাব পাওয়া যায়নি। তবে গর্ভবতী মা এর ক্ষেত্রে তেমন উল্লেখযোগ্য কোনো গবেষনা করা হয়নি। জেলপ্রো খুব বেশি দরকার হলেই গর্ভাবস্থায় ব্যবহার করা উচিত। যেহেতু জেলপ্রো মাতৃদুগ্ধে নিঃসৃত হয়, সেহেতু ওষুধটি সেবনে বিরত থাকা উচিত নাকি শিশুকে দুগ্ধপানে বিরত থাকা উচিত তা ওষুধটির প্রয়োজনীয়তার উপর নির্ভর করে সিদ্ধান্ত নিতে হবে।

পাশর্^ প্রতিক্রিয়াঃ
জেলপ্রো ব্যবহারে মাথা ব্যাথা, ডায়রিয়া এবং তলপেটে ব্যথা দেখা দিতে পারে।

অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়াঃ
জেলপ্রো সাইটোক্রোম পি৪৫০ মনো-অক্সিজেনেজ সিস্টেম এর কার্যকারিতা কমায়। সেজন্য যকৃতের মাধ্যমে বের হয়ে যাওয়ার ক্ষেত্রে কোন প্রতিক্রিয়া দেখা দিতে পারে, তবে এখন পর্যন্ত কোন প্রতিক্রিয়ার প্রমাণ পাওয়া যায়নি। মুখের খাবার জন্ম নিরোধক বড়ির সাথে জেলপ্রোর হঠাৎ কোন প্রতিক্রিয়া দেখা দিতে হবে। এসিড নিঃসরণ কমে যাওয়ায় ওমিপ্রাজল ব্যবহারে যেসব শারীরবৃত্তীয় পরিবর্তন দেখা যায়, জেলপ্রো এর ক্ষেত্রেও তা দেখা দিতে পারে এবং এর ফলে পাকস্থলী ও ডিওডেনামে ব্যাকটেরিয়ার কলোনাইজেশন ও ভিটামিন বি-১২ এর পরিশোষন ব্যাহত হতে পারে।

সরবরাহঃ
জেলপ্রো ক্যাপসুল ২০ মিগ্রাঃ প্রতি বাক্সে ২০/৩০/৫০ টি ক্যাপসুল এ্যালু-এ্যালু ব্লিস্টার স্ট্রিপে সরবরাহ করা হয়।
জেলপ্রো ক্যাপসুল ৪০ মিগ্রাঃ প্রতি বাক্সে ২০/৩০ টি ক্যাপসুল এ্যালু-এ্যালু ব্লিস্টার স্ট্রিপে সরবরাহ করা হয়।
এন্টেরিক কোটেড ট্যাবলেট, আইভি ইনজেকশনে সরবরাহ করা হয়।