কলেরা রোগের জন্য প্রয়োজন তাৎক্ষনিক চিকিৎসা ব্যবস্থা। রোগীর অবস্থা অনুযায়ী দ্রুত থেকে দ্রুততর অর্থাৎ ঘন্টাখানেকের মধ্যে চিকিৎসা শুরু করা উচিত। এক্ষেত্রে যা করণীয় তা হলো-

  1. রি-হাইড্রেশন/পানি সংযোজন: পানিশুন্যতা দূর করার জন্য পানি বা পানি জাতীয় তরল খাদ্য দিতে হবে। সবচেয়ে উত্তম পন্থা হলো ওরাল স্যালাইন বা খাবার স্যালাইন।
  2. মারাত্নক অবস্থার ক্ষেত্রে আইভি ফ্লুইড দেয়া যেতে পারে।
  3. অ্যাজিথ্রোমাইসিন, এরিথ্রোমাইসিন, টেট্রাসাইক্লিন জাতীয় এন্টিবায়োটিক ঔষধ দেয়া।

গবেষনায় দেখা গেছে, জিংক সাপ্লিমেন্ট দেয়ার ফলে শিশুদের কলেরা রোগের অবস্থার দ্রুত উন্নতি ঘটে থাকে।