কনুই এবং হাঁটুর ত্বক চারপাশের ত্বকের চেয়ে সচরাচর বেশি কালো হয়। কনুই এবং হাঁটুর ত্বকের কালো রং হালকা করতে নিচের পরামর্শগুলো মেনে চলবেনঃ
১. কনুই এবং হাঁটুতে যাতে কোনো আঘাত না লাগে সে ব্যাপারে সতর্ক থাকবেন। কখনো কনুইয়ে ঠেস দিয়ে দাড়াবেন না। কিংবা শক্ত মেঝেতে হাঁটু গেড়ে বসবেন না।
২. কনুই এবং হাঁটুতে নিয়মিত এএইচ এ ক্রিম বা ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
৩. কনুই এবং হাটুতে দিনে ২ বার অর্থাৎ সকালে ও রাতে ১-২ শতাংশ হাইড্রোকুইনিন ক্রিম অথবা এজেলেইক এসিড ব্যবহার করুন। হাইড্রোকুইনিন ১ মাসের বেশি সময় ব্যবহার করবেন না।
৪. যদি ত্বক পুরু হয়ে যায় তাহলে আপনি ১-২ শতাংশ স্যালিসাইলিক এসিডসমৃদ্ধ অয়েন্টমেন্ট ব্যবহার করে দেখতে পারেন।
৫. যদি উপরিউক্ত চিকিৎসায় আপনার সমস্যা সমাধান না হয়, তাহলে একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।