১)আপনার স্ত্রীর বয়স কত ?, ২)ওনার মাসিক পুর্বে কেমন ছিল ( নিয়মিত না অনিয়মিত)? ৩)উনি কি কোন প্রকার জন্মনিয়ন্ত্রন বড়ি খেতেন ? জন্মনিয়ন্ত্রন বড়ি খাওয়া বন্ধ করলে অনেক সময় মাসিক অনিয়মিত হতে পারে। ৪)এরমধ্যে কি ইমার্জেন্সি পিল খেয়েছিলেন ? ইমার্জেন্সি পিল খেলে ও মাসিক অনিয়মিত হতে পারে। উপরের কোন কারন যদি আপনার স্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য না হয়,সেক্ষেত্রে আপনাকে একজন গাইনোকোলজিষ্টের কাছে যেতে হবে,উনি আপনার স্ত্রীকে প্রয়োজনীয় পরীক্ষা – নিরীক্ষা করে উনার সমস্যা বের করতে পারবেন।