প্রদাহজনিতঃ অ্যাপেন্ডিসাইটিস, প্যানক্রিয়াটাইটিস, কোলাইটিস, কোলিসিস্টাইটিস, পাইলোনেফ্রাইটিস, পেটের পুঁজ জমা, পিআইডি ইত্যাদি।
বাধাজনিতঃ পেটের নাড়িতে বাধা, পিত্তনালীতে বাধা, প্রশ্রাবের নালীতে বাধা।
ছিদ্র হওয়া/ফেটে যাওয়াঃ পেপটিক আলসার ছিদ্র হওয়া, ওভারির সিস্ট ও অ্যাওর্টিক এনিউরিজম ফেটে যাওয়া।
পেটের নাড়িতে রক্তসরবরাহ বন্ধ হলেঃ ইসকিমিক কোলাইটিস।
এছাড়া ক্রোনিক কোনো পেটে ব্যাথা থাকলে তাও হঠাৎ পেটে ব্যাথার কারণ হতে পারে।