গুগল প্লে স্টোর থেকে “সুরক্ষা” এপস ডাউনলোড করে অথবা http://surokkha.gov.bd/ এই ওয়েবসাইট থেকে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে হবে।
নিবন্ধন বাটনে ক্লিক করে নাগরিক শ্রেণী সিলেক্ট পূর্বক জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে।
তারপর যাচাই বাটনে ক্লিক করে স্বয়ংক্রিয়ভাবে পরিচয় নিশ্চিত করতে হবে।
পরিচয় যথাযথ হলে বাংলা ও ইংরেজিতে নাম স্ক্রিনে দেখা যাবে।
দীর্ঘমেয়াদী রোগ বা অন্য কোনো উপসর্গ আছে কিনা সেক্ষেত্রে হ্যা/না সিলেক্ট করতে হবে।
নিবন্ধনকারী নাগরিকের পেশা বা সরাসরি কোভিড-১৯ সংশ্লিষ্ট পেশার সাথে জড়িত কিনা তা সিলেক্ট করতে হবে।
যে মোবাইলে ভ্যারিফিকেশনের তথ্য ও এসএমএস পেতে চান, তা নিবন্ধনের সময় দিতে হবে।
এরপর বর্তমান ঠিকানা ও টিকাকেন্দ্র নির্বাচন করতে হবে।
সবশেষে মোবাইলে প্রাপ্ত ওটিপি দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
নিবন্ধন সম্পন্ন হয়ে গেলে টিকা কার্ড সংগ্রহ বাটনে ক্লিক করে টিকা কারর্ড সংগ্রহ করতে হবে।
নিবন্ধিত মোবাইল নাম্বারে এমএমএসের মাধ্যমে টিকা গ্রহনের তারিখ ও সময় জানানো হবে। (এসএমএসের মাধ্যমেই জানানো হবে তবে সেক্ষেত্রে যদি ক্যারেক্টার বেশি হয় তবে এমএমএসের মাধ্যমে জানানো হবে।)
টিকাকেন্দ্রে যাওয়ার সময় প্রিন্টেড টিকা কার্ড ও পরিচয়পত্র সাথে নিতে হবে।