লবণ গ্রহণে পুরুষেরা এতটাই বেশি অসচেতন যে, কোনো কোনো ক্ষেত্রে লবণ অতিরিক্ত খেয়ে ফেলে। পাবলিক হেলথ এজেন্সী গবেষনায় বের করতে পেরেছে-পুরুষেরা মহিলাদের তুলনায় লবণ বেশি খায়। একারণে মহিলাদের তুলনায় পুরুষেরা কম বয়সে উচ্চরক্তচাপ সমস্যায় আক্রান্ত হয়ে থাকে। গবেষনায় আরো বলা হয়, পুরুষেরা উচ্চ রক্তচাপ কমানোর জন্য সঠিক পদক্ষেপ আ ঔষধ গ্রহণের ক্ষেত্রে বিচক্ষনতা দেখায় না। বেশ অসচেতনই। এ ব্যাপারে পুরুষদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা ধরণের প্রচারণা চালানো হয়। এক্ষেত্রে লবণ কিভাবে স্বাস্থ্য বিপর্যয় ঘটাতে পারে তা জানানো হয়েছে। এতে কিভাবে স্ট্রোক ও হার্ট ফেইলিউরের মতো মারাত্মক ঘটনা ঘটতে পারে। আরো সতর্ক করার উদ্দেশ্যে প্রচার করা হয়েছে লবণের সঙ্গে বিভিন্ন রোগের মারাত্মক সংযোগ। যেমন, স্টোমাক ক্যান্সার, অস্টিওপোরোসিস, ওবেসিটি, কিডনীর পাথর ও কিডনীর বিভিন্ন সমস্যা। ড. ক্যারোলিন হারপার, ডিরেক্টর, পাবলিক হেলথ, পিএইচএ বলেন, আমরা প্রত্যেককে লবণ কম খাওয়ার ব্যপারে উৎসাহিত করে থাকি। পরামর্শ দিয়ে থাকি প্যাকেটজাত খাদ্যদ্রব্যাদি কেনার ব্যাপারে সচেতন হতে এবং হোমমেইড খাবার খাওয়ার ব্যাপারে বেশি আগ্রহ হতে উপদেশ প্রদান করে থাকি।