মারবার্গ একটি অতি সংক্রামক ভাইরাস। ইবোলার মত উচ্চ সংক্রামক এই ভাইরাসটি প্রাথমিকভাবে জ্বর, ডায়রিয়া, বমির মত উপসর্গ দেখা দেয় সংক্রমিক ব্যাক্তির দেহে। আক্রান্তদের মৃত্যুর হার ২৪ থেকে ৮৮ শতাংশ পর্যন্ত হতে পারে। এ নিয়ে ২য় দফায় ভাইরাসটি বিস্তারের ঘটনা ঘটলো। এর আগে ১৯৬৭ সালে আফ্রিকায় প্রথমবারের মত ছড়ায় মারবার্গ। সাধারণত বাদুড়ের মাধ্যমে মানুষের দেহে সংক্রমিত হয় ভাইরাসটি। আক্রান্ত ব্যক্তির শারীরিক সংস্পর্শে আসলেই ঘটে বিস্তার। এখন পর্যন্ত এ রোগের কোনো ভ্যাকসিন বা মুখে খাওয়ার ঔষধ আবিষ্কৃত হয়নি।
