নবজাতকের পরিচর্যায় নিম্নের বিষয়গুলো খেয়াল রাখতে হবেঃ
১। শিশুকে জন্মের পরপর বুকের দুধ খেতে দিন। প্রথম তিনদিন নিঃসৃত শাল দুধ ঘন ও পরিমাণে কম বের হলেও তা অধিক ক্যালরিযুক্ত, তাই শিশু কাঁদলেও অন্য কোনো বাড়তি খাবার দেওয়ার প্রয়োজন নেই।
২। জন্মের পর ছয়মাস (১৮০ দিন) শুধুমাত্র বুকের দুধ খাওয়াবেন। ০৬ মাস (১৮১ দিন) থেকে বুকের দুধের পাশাপাশি অন্যান্য পারিবারিক খাবার নরম করে খেতে দিন।
৩। শিশুর ত্বক উষ্ণ রাখুন। ভালোভাবে ঢেকে রাখুন। মায়ের কোলে একই চাদরে মা ও শিশুকে রাখুন।
৪। শিশুকে প্রথম তিনদিন গোসল না করানো উত্তম।
৫। জন্মের প্রথম তিনমাস জন্মচুল না ফেলা উত্তম। শীতকালে শীত না কমা পর্যন্ত চুল ফেলবেন না।
৬। শিশুর ত্বকে কোন প্রকার প্রসাধনী (তেল, ক্রিম, পাউডার, কাজল ও তাগা) দেবেন না।
৭। নবজাতককে যত কম ধরা যায়, ততই ভালো। নবজাতকের যত্নের পূর্বে ভালো ভাবে হাত ধুয়ে নিন।
৮। বুকের দুধ খাওয়া শিশু ঘন ঘন পাতলা ও নানা বর্ণের পায়খানা করতে পারে এবং তা স্বাভাবিক।
৯। মলদ্বোরের পাশে কোনো প্রকার প্রসাধনি ব্যবহার করবেন না, চিকিৎসকের পরামর্শ নিন।
১০। ডায়াপার ব্যবহার না করা উত্তম।
১১। অধিকাংশ নবজাতক স্বাভাবিক নিয়মে ২য় বা ৩য় দিনে হলুদ হতে পারে। যা দ্বিতীয় সপ্তাহে ভালো হয়ে যাবে। এজন্য শিশুকে রোদে রাখার প্রয়োজন নেই।
১২। শরীরের হলদে ভাব দীর্ঘস্থায়ী হলে, মল সাদা হলে অথবা জন্মকালে হলুদ হওয়ার পারিবারিক রোগ থাকলে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
১৩। ডায়রিয়া/পাতলা পায়খানা হলে বুকের দুধের পাশাপাশি খাবার স্যালাইন সহ অন্যান্য স্বাভাবিক খাবার খাওয়াবেন।