জরায়ু ক্যান্সারকে সাইলেন্ট কিলার বলা হয়ে থাকে। কারণ এ অসুখ দেখা দিলে অনেক নারীই এর কিছু কিছু লক্ষন বুঝে উঠতে পারেন না। কিংবা ভিন্ন লক্ষন দেখলেও খুব একটা গুরুত্ব দেন না। তাই সুস্থ থাকতে এ অসুখের পুর্ববর্তী কিছু লক্ষন সম্পর্কে জেনে রাখুন।
১. নিম্নাঙ্গের চারপাশে চাপ লাগা বা ঘন ঘন মুত্র ত্যাগ করা।
২. গ্যাস, বদহজম, কোষ্ঠ্যকাঠিন্য। হালকা খাবারের পর পেট ভর্তি লাগা, পেটে অস্বস্তি লাগা ইত্যাদি। পেটের কোনো সমস্যা খুব বেশি হলে তা জরায়ু ক্যান্সারের লক্ষণ হতে পারে।
৩. অন্য সময়ের চেয়ে পেটে অনেক পরিবর্তন দেখা যায়।
৪. পেটে অতিরিক্ত ব্যাথা বা পেট ফুলে থাকা।
৫. বমি বমি ভাব কিংবা বার বার বমি হওয়া।
৬. ক্ষুধা কমে যাওয়া।
৭. অতিরিক্ত ওজন বৃদ্ধি পাওয়া বা অনেক বেশি কমে যাওয়া।
৮. যৌন মিলনের সময় ব্যাথা পাওয়া।
৯. অতিরিক্ত ক্লান্তিবোধ করা।
১০. নারীদের মেনোপজ হওয়ার পরও ব্লিডিং হওয়া।

দৈনিক যুগান্তরের তথ্য সুত্র অবলম্বনে:
শিরিন আক্তার
ম্যাটস (৩য় বর্ষ)
ইমপালস মেডিকেল ইনস্টিটিউট এন্ড ম্যাটস
মাইজদী, নোয়াখালী।