উপাদানঃ
এসবি ওমেক ২০ মিগ্রা: প্রতিটি ক্যাপসুলে আছে ওমিপ্রাজল বিপি ২০ মিগ্রা. এন্টেরিক কোটেড পিলেট হিসেবে।
এসবি ওমেক ৪০ মিগ্রা: প্রতিটি ক্যাপসুলে আছে ওমিপ্রাজল বিপি ৪০ মিগ্রা. এন্টেরিক কোটেড পিলেট হিসেবে।
পাউডার ফর সাসপেনশনঃ ৪০ মিগ্রা/প্যাকেট
এসবি ওমেক আইভিঃ প্রতিটি ভায়ালে আছে স্টেরাইল ওমিপ্রাজল বিপি পাউডার যা ৪০ মিগ্রা ওমিপ্রাজল এর সমতুল্য।
বর্ণনাঃ
এসবি ওমেক একটি প্রতিস্থাপিত বেনজিমিডাজোল জাতীয় ঔষধ যা গ্যাষ্ট্রিক এসিড নিঃসরণে প্রতিবন্ধক হিসেবে কাজ করে। এসবি ওমেক গ্যাস্ট্রিক প্যারাইটাল কোষের “প্রোটন-পাম্প” হিসেবে পরিচিত হাইড্রোজেন-পটাশিয়াম-এডিনোসিন ট্রাইফসফেটেজ এনজাইম সিস্টেমকে বাধা দিয়ে গ্যাস্ট্রিক এসিড নিঃসরণে প্রতিবন্ধকতার সৃষ্টি করে।
নির্দেশনাঃ
বিনাইন গ্যাস্ট্রিক ও ডিওডেনাল আলসার, বুক জ্বালা, নন-স্টেরয়ডাল প্রদাহরোধী ঔষধ দ্বারা চিকিৎসার ফলে সৃষ্ট জটিলতা, হ্যালিকোব্যাকটার পাইলোরি সংশ্লিষ্ট পেপটিক আলসার, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স রোগ, অতিরিক্ত এসিড নিঃসরণের লক্ষনসমুহের প্রতিরোধে চিকিৎসা, এসিড জনিত বদহজম এবং অন্যান্য অতিরিক্ত এসিড নিঃসরণ জনিত জটিলতায়।
সেবনবিধিঃ
এসবি ওমেক খাবারের পুর্বে সেবন করতে হবে।
প্রাপ্ত বয়স্কঃ ২০ মিগ্রা দিনে ১ বার ১৪ দিন বা ৪ সপ্তাহ।
অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেব্য।
পার্শ্ব-প্রকিক্রিয়াঃ
এসবি ওমেক সুসহনীয়। কিন্ত খুব কম ক্ষেত্রে বমি বমি ভাব, ডায়রিয়া, কোষ্ঠ্যকাঠিন্য, পেট ফাঁপা, পেটে ব্যাথা, মাথা ঝিম ঝিম করা, মাথা ব্যাথা, ত্বকে লালচে ভাব দেখা দিতে পারে।
প্রতিনির্দেশনাঃ
ঔষধটির যেকোনো উপাদানের প্রতি সংবেদনশীলতার ক্ষেত্রে ব্যবহার প্রতিনির্দেশিত।
সতর্কতাঃ
এসবি ওমেক দ্বারা আলসারের লক্ষনসমুহ দুরীভুত হলেও ম্যালিগনেন্সির অনুপস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবেনা। যখন গ্যাস্ট্রিক আলসার ধারণা করা হয় তখন ওমিপ্রাজল দ্বারা চিকিৎসা শুরু করার পুর্বে ম্যালিগনেন্সি আছে কিনা পরীক্ষা করা উচিত।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যাবহারঃ
গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ব্যবহারে পর্যাপ্ত তথ্য নেই। ভ্রুণের সম্ভাব্য বিপদের ঝুঁকি ও প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে ব্যবহার করা যেতে পারে। এসবি ওমেক এর উপাদান ওমিপ্রাজল মাতৃদুগ্ধে নিঃসৃত হয়। তাই সাবধানতা অবলম্বন করা উচিত।
অন্যান্য ঔষধের সাথে ক্রিয়াঃ
এসবি ওমেক ব্যবহারের সময় ডায়াজিপাম, ফিনাইটয়িন এবং ওয়ারফারিন এর নিঃসরণ বিলম্বিত হয়। যখন এসবি ওমেক চিকিৎসায় যুক্ত হয় তখন ওয়ারফারিন এবং ফেনাইটয়িন এর মাত্রা কমানোর প্রয়োজন হয়। থিওপাইলিন, প্রোপ্রানলল অথবা এন্টাসিড এর সাথে এসবি ওমেক এর ইন্টারেকশনের কোনো প্রমান নেই।
মাত্রাধিক্যঃ
এসবি ওমেক ৪০০ মিগ্রা. পর্যন্ত মুখে সেবনে কোনো মারাতœক প্রতিক্রিয়া সৃষ্টি করেনা। এসবি ওমেক আইভি ২৭০ মিগ্রা পর্যন্ত পর্যন্ত এক দিনে এবং ৬৫০ মিগ্রা. তিন দিনের ক্লিনিক্যাল পরীক্ষায় ডোজ সম্পর্কিত কোনো ক্ষতিকর ক্রিয়া-প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় নাই।
সরবরাহঃ
এসবি ওমেক ২০ মিগ্রা. ট্যাবলেটঃ প্রতি বক্সে ৪০/৫০/৬০/১০০ টি ক্যাপসুল এ্যালু-এ্যালু ব্লিস্টার স্ট্রিপে সরবরাহ করা হয়।
এসবি ওমেক ৪০ মিগ্রা. ট্যাবলেটঃ প্রতি বক্সে ২০/৪০/৫০/৬০/১০০ টি ক্যাপসুল এ্যালু-এ্যালু ব্লিস্টার স্ট্রিপে সরবরাহ করা হয়।
এসবি ওমেক আইভিঃ প্রতিটি প্যাকেটে আছে ৪০ মিগ্রা. ওমিপ্রাজল এর একটি ভায়াল ও ১০ মিগ্রা. ওয়াটার ফর ইনজেকশন এর একটি এ্যাম্পুল এবং একটি ১০ মিগ্রা. জীবাণুমুক্ত একবার ব্যাবহার্য সিরিঞ্জ।
বাজারে প্রাপ্ত বিভিন্ন কোম্পানির ওমিপ্রাজল সমুহ:
Seclo, losectil, xeldrin, o, op,cosec, inpro, ppi,omep, prazole, precap, prevas, omitid, ominix, xelopes,